UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

usharalodesk
মে ৪, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনায় কর্মহীন মানুষের দুর্ভোগ লাঘবে আজ (মঙ্গলবার) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে একশত ৬০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল ও তেল। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে ৩০টি দুস্থ পরিবারের মাঝে পরিবার প্রতি সাত কেজি চাল ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর একশটি পরিবারের প্রত্যেকটিকে পাঁচশত টাকার খাদ্যসামগ্রী প্রদান করে। সাতক্ষীরা জেলা প্রশাসনের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ পর্যন্ত চার হাজার পরিবারের মাঝে ২০ লাখ টাকার ত্রাণ সামগ্রী এবং ভিজিএফ এর মাধ্যমে  তিন হাজার উপকারভোগী পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ করা হয়। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ২৩ হাজার চারশত ৮০টি পরিবারের মাঝে এক কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকার ত্রাণ সামগ্রী এবং ভিজিএফ এর মাধ্যমে এক লাখ ৩৯ হাজার চারশত ৬০টি  উপকারভোগী পরিবারের মাঝে ছয় কোটি ২৭ লাখ ৫৭ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এপর্যন্ত পাঁচশত উপকারভোগী পরিবারের মাঝে দুই লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

ঊষার আলো-আরএম