স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী শুক্রবার (২৬মে) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই সম্মেলন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মিদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
সকাল ১০টায় নগরীর শহীদ হাদিসপার্কে এই সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও। প্রধান অতিথি থাকবেন সংঠনের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্ত। মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষের সভাপতিত্বে সম্মেলনে আলোকিত অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, ডি, এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদ খুলনা চ্যাপ্টারের চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনা জেলা সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম ও জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন সংগঠনের সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, সহ-সভাপতি ও সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও এ্যাড. তাপস পাল, সাংগঠনিক সম্পাদক স্বপ্না রাণী বিশ^াস ও তিলক গোস্বামী, খুলনা জেলা শাখার সভাপতি বিমান বিহারী রায় অমিত, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল হালদার, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণপদ দাশ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি রবার্ট নিক্সন ঘোষ। অনুষ্ঠানের সঞ্চালনা করবেন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস ও মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা।
এদিকে সম্মেলন আয়োজনের লক্ষ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। দেরী করে হলেও এই সম্মেলন আয়োজন করায় সকলে আনন্দিত। কেন্দ্রিয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণের ৭ দফা দাবী বাস্তবায়নে এ সম্মেলন আয়োজন সময়োপযোগী উদ্যোগ। সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন এ অঞ্চলের সংখ্যালঘু জনগণের সকল দাবী আদায়ের সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।