UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুয়েটে মানববন্ধন

usharalodesk
মে ২৮, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ২৮ মে (রবিবার) সকাল ১১ টায় ‘দুর্বার বাংলা’র পাদদেশে মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার দেবাশীষ মন্ডল, নির্বাহী প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ, যানবাহন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রুহুল আমিন, অফিসার্স এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী রুমেন রায়হান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সরদার।

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।