ঊষার আলো ডেস্কঃ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন ও সাবেক কোম্পানি সচিব আব্দুল মোতালেবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩১ মে) দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি দায়ের করা হয়।
সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানা গেছে, আসামি মো. শফিক উদ্দিন ও আব্দুল মোতালেব পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চীনের একটি ইলেকট্রিকাল কোম্পানির সাথে এলসির মাধ্যমে সরকারি ৩ লাখ ৫০ হাজার ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা আত্মসাতের উদ্দেশ্যে বিদেশে পাচারের অপচেষ্টা করে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।