UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ট্রেন দুর্ঘটনা, হতাহতের ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যানের শোক

ঊষার আলো
জুন ৩, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ভারতের উড়িষ্যার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপকসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কলকাতা থেকে চেন্নাই এই পথটি বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন কারণে এই রুটের বাংলাদেশিদের যাতায়াত বেশি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভারত সরকার নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

ভারতের উড়িষ্যার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

ঊষার আলো-এসএ