UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় এ পর্যন্ত করোনা টিকা নিয়েছেন এক লাখ এক হাজার ৮শ ৪৩ জন

ঊষার আলো
মে ৫, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলায় আজ (বুধবার) এ পর্যন্ত এক লাখ এক হাজার আটশত ৪৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৩ হাজার ৫৫ এবং মহিলা ৩৮ হাজার সাতশত ৮৮ জন।
আজ মোট তিন হাজার তিনশত ৩১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার দুইশত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার একশত এক জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ২৬ জন, বটিয়াঘাটায় দুইশত জন, দিঘলিয়া ৯৮ জন, ডুমুরিয়া সাতশত ৮০ জন, ফুলতলা ৮০ জন, কয়রা ৬৭ জন, পাইকগাছা একশত ৯০ জন, রূপসা একশত জন এবং তেরখাদায় ৬০ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার নয়শত ২৭ এবং মহিলা এক হাজার চারশত চার জন। খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)