UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাপা নেতা মঞ্জুরুল আলমের মৃত্যুতে খুলনা জেলা ও মহানগরের দোয়া

ঊষার আলো
মে ৫, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বুধবার (৫ মে) দুপুর সোয়া ২টায় ডাকবাংলাস্থ জাতীয় পার্টির কার্যালয় জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগরের সাবেক আহ্বায়ক এবং খুলনা বারের সাবেক পিপি এড. এস এম মঞ্জুর উল আলম-এর মৃত্যুতে কোরআন খতম, দোয়া মাহফিল এবং শোকসভা জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টি খুলনা মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. মাহতাব উদ্দিন, জাপার কেন্দ্রীয় নেতা ও খুলন জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, জাপা নগর যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবির সাদি, তৈমুর হোসেন শাহীন, আশরাফুল ইসলাম সেলিম, জেলা জাপা সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ, জাপা কেন্দ্রীয় নেতা ও নগর যুব সংহতির সভাপতি তোবারেক হোসেন তপু, ওয়াদুদ মোড়ল, কেন্দ্রীয় মহিলা পার্টির নেত্রী ফরিদা ইয়াসমিন, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক জি এম বাবুল, সরদার জিয়াউল হক, স্বেচ্ছাসেবক জেলা নেতা আমিরুল ইসলাম সাদ্দাম, শাহজাহান আলী সাজু, নগর জাপা নেতা খান আকরামুজ্জামান, জেড এম মান্নু, সোনাডাঙ্গা থানা জাপার সদস্য সচিব কাজী শহিদুল কাদির উৎসব, সদর থানা জাপা সাধারণ সম্পাদক কাজী হাসানুর রমীদ রাসেল, জেলা জাপা নেতা শফিকুল ইসলাম বাচ্চু, খান রহমত আলী, থানা জাপা সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিপন, জাপা নেতা আলাউদ্দিন ফকির, গাজী খোকন, মাহমুদ কাগজী, জেলা জাপা নেতা মাহাতাব চৌধুরী, তাজুল ইসলাম, নগর জাপা নেতা কবির হোসেন, গাজী মোশারেফ হোসেন, নগর যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদ রানা, থানা যুব সংহতির আহ্বায়ক শাকিল আহম্মেদ লাল, মোঃ মিলন খান, শেখ মাসুদ রানা, মোঃ মাসুদ আকুঞ্জি, মোঃ মাকসুদ, রাজু হাওলাদার প্রমুখ। শোকসভায় জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত এবং জাপার প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনা করা হয়।

(ঊষার আলো-এমএনএস)