UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন

usharalodesk
মে ৬, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সরকারিভাবে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল (খাদ্য শস্য) সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজিত কুমার মুখার্জী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, খাদ্য গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, দেবলা শীল, রেশমা খাতুন, জিএম শাহীদুজ্জামান, আল-আমিন হোসেন ও কৃষক নারায়ন চন্দ্র সিংহ।
উল্লেখ্য, এ বছর বোরা মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬৭২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। অনুরূপভাবে মিলারদের নিটক থেকে আতপ ৩৯ টাকা ও সিদ্ধ ৪০ টাকা কেজি দরে ১৪১.৫৭০ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।

(ঊষার আলো-এসএস)