ঊষার আলো ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনের রকেট লং মার্চ ৫বি’র ধ্বংসাবশেষ। এটি কখন এবং কোথায় এসে পড়বে সেটি নিয়ে চলছে গুঞ্জন। জানা যায়, এটি মধ্য এশিয় দেশ তুর্কেমেনিস্তানে পড়তে পারে।
কিন্তু যুক্তরাষ্ট্রের এরোস্পেস করপোরেশন জানায়, চীনের রকেটটি আগামীকাল রবিবার (৯ মে) পৃথিবীর বুকে পতিত হবে। কিন্তু কক্ষপথে এটি এতটা দ্রুত স্থান পরিবর্তন করছে যে রকেটটি কোথায় গিয়ে পড়বে তা বলাটা মুশকিল।
চীনের মহাকাশ স্টেশনের মডিউল বহন করেছিল ৩০ মিটার লম্বা একটি রকেট। তবে এটি পৃথিবীর কক্ষপথে নিচের দিকে পড়ে যায়। ব্রিটেনের একটি পত্রিকা জানায়, রকেটটি পৃথিবীকে প্রতি ৯০ মিনিটে একবার করে পদক্ষিণ করছে।
(ঊষার আলো-এফএসপি)