ঊষার আলো রিপোর্ট: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভূক্তি পেয়েছেন বরিশালের কৃতি সন্তান ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) আপীল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৭ জন সিনিয়র অ্যাডভোটদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকার ১৫ নম্বরে রয়েছেন ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান। এরআগে গত ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভূক্তির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সতন্ত্র মতামত প্রদান করেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম, এনায়েতুর রহিম, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ নিয়োগের পর সকলের মতামতের ভিত্তিতে ২৭ জন সিনিয়র অ্যাডভোকেটের তালিকা প্রকাশ করল আপীল বিভাগ।
উল্লেখ্য, ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান দীর্ঘ প্রায় ত্রিশ বছরের পেশাগত জীবনে বেশকিছু আলোচিত মামলা সফলতার সহিত পরিচালনা করেছেন। ইতোমধ্যে তিনি আইন পেশায় উচ্চ আদালত অঙ্গনে বেশ সুনাম অর্জন করেছেন।