UsharAlo logo
বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।