UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরীর স্বাস্থ্য সামগ্রী বিতরণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

                                           শিশু সুরক্ষা নিশ্চিত একটি সম্মিলিত দায়িত্ব

নগরীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সুহৃদ সমাবেশ খুলনার সহযোগিতায় স্বপ্নপূরীর উদ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে এলাকায় সুবিধাবঞ্চিত শিশুরা গানে কবিতায় মাতিয়ে রাখেন বিতরণ অনুষ্ঠান ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড মোঃ বাবুল হাওলাদার, সোনালী দিন প্রতিবন্ধি সংস্থার সহ সভাপতি সাবির খান, মোঃ শাহীন, স্বপ্নপূরীর শংক রায় সাগর, শরীফ মিরাজ রহমান, সুহৃদ সমাবেশ খুলনার আহবায়ক এম সাইফুল ইসলাম, মেহেদী হাসান, ইমরান হোসাইন প্রমুখ।

সংগঠনের সভাপতি এম সাইফুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, ঝরেপড়া এবং যে শিশুরা একেবারেই শিক্ষাপ্রতিষ্ঠানে যায়নি, তাদের শিখন ও পঠনের মাধ্যমে মূলস্রোতে নিয়ে আসা।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড মোঃ বাবুল হাওলাদার বলেন, শিশুরাই ভবিষ্যৎ। লেখাপড়ার মাধ্যমে তাদের গড়ে তুলতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিশু উপযুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে । তবে, একা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এটা নিশ্চিত করা সম্ভব না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করা একটি সম্মিলিত দায়িত্ব যার জন্য মা-বাবা, নীতিনির্ধারক ও সরকারসহ সমাজের সকলের সহযোগিতামূলক মনোভাব ও অংশগ্রহণ প্রয়োজন। বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এ বিষয়ে উদ্যোগী হলে অনেক শিশুর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা যাবে।’