UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালিশপুরে কামালের সাথে আট ব্যবসায়ী সংগঠনের সভা

ঊষার আলো রিপোর্ট
ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

              পিপলস-ক্রিসেন্ট মধ্যবর্তী সড়ক উন্মুক্ত করা দাবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খালিশপুরে আটটি ব্যবসায়ী সংগঠনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ৯টায় খালিশপুর কেএফসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৩নং আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

আটটি ব্যবসায়ী সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের আহবায়ক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহিদুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আ’লীগের সভাপতি আলহাজ¦ একেএম সানাউল্লাহ নান্নু, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও খালিশপুর থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রিন্স, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি খালিশপুর থানা শাখার সাঃ সম্পাদক শফিকুল ইসলাম অভির পরিচালনায় সভায় বক্তৃতা করেন খালিশপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোশাররফ হোসেন, সহ-সভাপতি হান্নান ডাকুয়া, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম, গোলাম মোস্তফা, আবু হানিফ, লাভলু শরিফ, চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাঃ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া, খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমান, সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাঃ সম্পাদক আল আমিন, হাউজিং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাঃ সম্পাদক কামাল হোসেন, বেলাল হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি খালিশপুর থানা শাখার সভাপতি সুনন্দ দত্ত, সহ-সভাপতি কৃষ্ণ সাহা, পলাশ দত্ত, সহ-সাঃ সম্পাদক আলী হোসেন, গৌতম অধিকারী, অসিম কুমার সেন, আলমনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ মান্নান, সাঃ সম্পাদক মুন্সী নাজমুল আলম নাজু, খালিশপুর হকার্স ইউনিয়নের সভাপতি জামাল হোসেন, সাঃ সম্পাদক রবিউল ইসলাম রবি, শফিউল আজম আদু, আতিয়ার রহমান, আঃ রাজ্জাক মিন্টু, মাসুদ করিম, মোঃ কালাম, আরজু কোরাইশী, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ খান তপু, শেখ আলাউদ্দীন নাসিম, ইউনুস আলী, স্বপন, জাকির হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, খালিশপুরে মিল কলকারাখানা বন্ধের কারণে ব্যবসায়ীরা কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে। ব্যবসায়ীরা অনেকে মানবেতর জীবন যাপন করছে। এছাড়া ১৯৯৬ সাল থেকে এ অঞ্চলের ব্যবসায়ীদের প্রাণের দাবি “পিপলস-ক্রিসেন্ট মধ্যবর্তী সড়ক উন্মুক্তকরণ”।

এ দাবি নিয়ে এলাকায় ব্যবসায়ীরা নানা ধরনের আন্দোলন করে আসছে। তাদের দাবির মুখে মেয়র সড়কটি উন্মুক্ত করনের চেষ্টা করছেন। তারপরও থেমে আছে। এ সড়কটি উন্মুক্ত করা হলে এ অঞ্চলের ব্যবসায়ীরা কিছুটা প্রশান্তি পাবে। ব্যবসা-বাণিজ্যে আসবে প্রান।সংসদ নির্বাচনের পর ব্যবসায়ীদের এ দাবি বাস্তবায়নের জোর দাবি জানায় ব্যবসায়ীরা।

সংসদ সদস্য প্রার্থী এসএম কামাল হোসেন বলেন, তিনি সেবক হয়ে এ অঞ্চলের ব্যবসাযীদের মাঝে থাকতে চান। তিনি কিছু নিতে আসেননি। তিনি দিতে এসেছেন। তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের এসব দাবি আন্তরিকতার সাথে পূরণ করার আশ্বাস দেন।