খালিশপুর ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেনের ছেলে তরিকুল ইসলাম ইমন কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ নগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই রোহিত এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে ইমন বিভিন্ন স্থানে ধর্ষণ করে। সর্বশেষ গত ৯ ডিসেম্বর নগরীর একটি হোটেলে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। ভিকটিম এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে ইমদাদিয়া মসজিদ এলাকার বাসিন্দা।
বুধবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। শুনানী শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে।
স্থানীয় ছাত্রলীগ নেতারা জানান, ইমন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তার ফেইজবুক প্রোফাইলে নিজেকে খালিশপুর থানা ছাত্রলীগ পরিচয় দিয়েছে।