UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানগর বিএনপির প্রচারপত্র বিলি

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় দ্বিতীয় দিনে প্রচারপত্র বিতরণকালে বক্তারা –জনগণ আ’লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়

ডামি ভোটের খেলা বর্জন করার আহবান জানিয়ে খুলনা বিএনপি নেতারা বলেছেন, দেশে নির্বাচনের নামে একতরফা নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ। তারা আইন শৃঙ্খলাবাহিনী ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ত্রাসের রাজত্ম কায়েম করেছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়।

শুক্রবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে তিন দিনের গণসংযোগের দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন থানা ওয়ার্ডে লিফলেট বিতরণকালে নেতারা এসব কথা বলেন। নেতৃবৃন্দ আরো বলেন, তামাশার নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই। তাই তারা ভোটকেন্দ্রে যাবে না। কারণ এই নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব। সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই দেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছে। এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে দাসপ্রবণ ও আত্মসম্মানহীন লোকদের নিয়োগ দিয়ে সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে। তারা নির্বাচনকে প্রতিপক্ষহীন ও প্রতিদ্বন্দ্বিতামুক্ত রাখার জন্যই তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি উপেক্ষা করে নির্বাচনের নামে কানামাছি খেলা শুরু করেছে।

নেতৃবৃন্দ ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখতে ও ব্যাংকে লেনদেন এড়িয়ে চলতে এবং রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

জুম্মাবাদ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি চৌধুরী শফিকুর রহমান হোসেন এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাঈদ হাসান লাভলু, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনি, শফিকুর রহমান শাহিন, তারিন শেখ, হীরা প্রমূখ।

ঊআ-কেআ