UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যে অ্যাপসগুলো রাখবেন না আপনার অ্যান্ড্রয়েড ফোনে

usharalodesk
মে ১০, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিভিন্ন প্রয়োজনে আমরা নানা ধরনের অ্যাপস মোবাইলে ইন্সটল করে থাকি। কিন্তু এই অ্যাপসগুলোর কিছুতে ম্যালওয়্যার রয়েছে।

যদি আপনি স্যামসাং কিংবা হুয়াওয়ে ইত্যাদির মতো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে উল্লেখিত নিচের এই অ্যাপসগুলো অতি দ্রুত আপনার ফোন থেকে আনইন্সটল করে দেয়া উচিত।

সাইবার সিকিউরিটি সংস্থা ট্রেন্ড মাইক্রো আবিষ্কার করেছে এই ৯ টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে এমন ম্যালওয়্যার আছে যা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে তা অপরাধীদের কম্পিউটারে সরবরাহ করে থাকে। এ অ্যাপসগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যায়। তবে এই অ্যাপসগুলো নিরাপদ কিনা সেটা যাচাইয়ের কোনও ব্যবস্থা প্লে স্টোর এর পক্ষ থেকে রাখা হয়নি। কিন্তু অ্যাপল সব সময় এ ব্যাপারে খুবই সতর্ক।

অ্যাপসগুলো;
১- Super Clean

২- Shoot Clean Lite

৩- Shoot Clean

৪- Rocket Cleaner

৫- Rocket Cleaner Lite

৬- LinkWorldVPN

৭- Quick Games

৮- Speed Clean

৯- H5 Game box

বর্তমানে গুগল প্লে স্টোর থেকে এ অ্যাপসগুলো সরিয়ে দেয়া হয়েছে। তবে তার মানে এই না যে আপনার ফোন থেকেও এগুলো স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এটার জন্য আপনাকে নিজেই ফোন থেকে আনইন্সটল করতে হবে অ্যাপসগুলোকে।

(ঊষার আলো-এফএসপি)