UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতার আহত স্ত্রীর চিকিৎসার জন্য  নগদ আর্থিক সহায়তা

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ১১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান’র আহত স্ত্রীর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহযোগীতা প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতার স্ত্রীকে প্রদত্ত নগদ অর্থ খালিশপুর থানা বিএনপি নেতারা পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, খালিশপুর থানা বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, বিএনপি নেতা আয়নুল আবেদিন মারুফ, যুবদল নেতা সুমন হাওলাদার, শেখ মাকসুদুল হাসান, ফয়সাল আহমেদ, ছাত্রনেতা রাজন শেখ, তানভির আহমেদ প্রমূখ।

নগদ অর্থ প্রদানকালে নেতৃবৃন্দ আহত ব্যক্তির চিকিৎসার খোঁজ খবর নেন এবং ধৈর্য্যধারনের পরামর্শ দেন।

মহানগর বিএনপির নিন্দা ও ক্ষোভ: ১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমানকে না পেয়ে তার স্ত্রীর ওপর শাসকদলের ক্যাডারদের বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতারা। শনিবার (৩০ ডিসেম্বর) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করে শাসক দলের সন্ত্রাসীরা গত বুধবার বিএনপি নেতা বজলুর রহমানকে খুজতে তারা বাসা গিয়ে না পেয়ে বজলুর স্ত্রীকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করেছেন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতারা বলেন, শাসক দলের সন্ত্রাসীরা ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের কারনে ঘরের স্ত্রী- সন্তানরাও নিরাপদ নয়। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের আহবান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু ও সদস্য সচিব মনিরুল