UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা সোসাইটির পক্ষ থেকে ১শ’ পরিবারকে ঈদ উপহার প্রদান

ঊষার আলো
মে ১০, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ১শ’ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। সোমবার (১০ মে) বিকেলে নগরীতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো : সেমাই, লাচ্চা সেমাই, পোলাও চাল, গুড়া দুধ, বাদাম, কিসমিস।
বিতরণ কমিটির চেয়ারম্যান ইঞ্জিঃ সাব্বির হোসেন এর সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান রোটারিয়ান মনিরুল ইসলাম সোহাগ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক। বিশেষ অতিথি ছিলেন খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. উপানন্দ রায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ও বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন আজিজুল হাসান দুলু, সাবেক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিষ্ণুপদ সাহা, খুলনা চেম্বারের পরিচালক মো. মাহাবুব আলম, সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মো. শফিকুল আলম বিপ্লব, শারমিন সুলতানা রুনা, ডা: চয়ন বিশ্বাস, আল আমিন শিশির, ডা: মেহেদী হাসান, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, নাজমুল জোয়াদ্দার, নয়ন পাল, মো. জয়নাল ফরাজী, মো. সাইফুর রহমান সুজন, শিউলী বিশ্বাস, জি এম শহিদুল ইসলাম, চার্টার্ড একাউন্টেন্ট মো: কামরুজ্জামান, মলয় কান্তি বালা, সাইফুল ইসলাম সবুজ, ডা: সফিকুর রহমান, ইঞ্জিঃ তুহিন প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)