UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ইউনিয়নের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ বুধবার সকালে প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মো. মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, ইউনিয়নের নির্বাহী পরিষদের সহ সভাপতি মো. জাহিদুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, দেবব্রত রায়, বাপ্পি খান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, রকিব উদ্দিন পান্নু,

এস এম কামাল, শামীম আশরাফ শেলী, খন্দকার মো. কবিরুজ্জামান বাপ্পি, মো. হাসানুর রহমান তানজির, সাগর সরকার, সোহেল মাহমুদ, মো. সোহেল রানা, তুফান গাইন, শেখ মো. সেলিম, দিলরুবা ইয়াসমিন, ইকরামুল হোসেন লিপু, পলাশ চন্দ্র ঢালী, তরুণ চক্রবর্তী বিষ্ণু, মো. মেহেদী হাসান, রায়হান মোল্লা, এলিন হুসাইন অন্তর, সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।

এরপর সিডনি প্রবাসী সাংবাদিক অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের জেনারেল সেক্রেটারি ইকবাল ইউসুফকে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মামুন রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।