UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নূর হাসান জনি’র মাতার মৃত্যুতে শোক প্রকাশ

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র মাতা আছিয়া বেগম (৬৫) আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর খালিশপুর নতুন কলোনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)

বুধবার বাদ এশা খালিশপুর বাইতুন নূর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক নূর হাসান জনির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।