বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক জনসভা গতকাল শুক্রবার বিকাল ৩ টায় মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল গেটে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল হোসেন এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।
ফেডারেশনের সহ সভাপতি সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ও ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিন, মোঃ রেজাউল, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, মোঃ মজিবর, জাহাঙ্গীর, কাজী মুস্তাফিজুর রহমান, প্রমুখ।
শ্রমিক জনসভা থেকে শ্রমিকদের ন্যায় সংগত দাবি আদায়ের লক্ষে ফেডারেশন ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে পুর্বঘোষিত কর্মসূচির অনুয়ায়ি আগামি ৩১ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবেন আন্দোলন শ্রমিকরা। এছাড়া সোনালী জুট মিলের শ্রমিকদের ম্যানেজমেন্ট এর নিকট পাওনাকৃত ২ সপ্তাহের মুজুরী অতিদ্রত পরিশোধ এর দাবি জানান বক্তারা তা না হলে লাগাতার কর্মসূচি ঘোষনার হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।