UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সদর থানা মহিলা দলের লিফলেট বিতরণ

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে খুলনা সদর থানা মহিলা দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয় রুপসা বাজার ও আশপাশের দোকানগুলোতে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগর মহিলাদলের সভাপতি আজিজা খানম এলিজা,

সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন, এড. জাহানারা পারভীন, পারভীন বেগম, কাওসারি জাহান মঞ্জু, রোজা খাতুন পুতুল, কাকলি খান, মেহেরুন্নেসা মিতু, পারুল বেগম, লাবনী, আলেয়া, মিম বেগম প্রমুখ ।