UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা’র সংবাদ সম্মেলন

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্তোজা রশিদী দারা’র কর্মী-সমার্থকদের মারধর, ভয়ভীতি ও দল থেকে বের করে দেয়ার হুমকি প্রদর্শন করা হয়েছ এমন অভিযোগ উত্থাপন করেছেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইচগাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন ও সন্তোষ চিন্তা পাত্র।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা”র এমন বক্তব্য আওয়ামী লীগের দলীয় প্রধানসহ দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের বাইরে না। তবে এমপি আব্দুস সালাম মূর্শেদীর বিরোধিতা করে যাব।’

জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা, ভয়ভীতি ও গালিগালাজের যে অভিযোগ সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে তার দালিলিক কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।