নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পূবালী ব্যাংকের সামনে রাস্তার উপর থেকে এফ জেড এস ভার্সন টু মোটরসাইকেল গত ২৪ এপ্রিল চুরি হয় । সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় হেলমেট পড়ে মুখে মার্কস অবস্থায় এক যুবক এসে মোটর সাইকেলের তালা খুলে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে।
মোটরসাইকেল চুরির পর গাড়ির মালিক ইজ্ঞিনিয়ার শাহনেওয়াজ রুম্মান বাদী হয়ে গত ২৪ এপ্রিল খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইস্তিয়াক আহম্মেদ সিসি ফুটেজের সুত্র ধরে কেএপির উত্তর জোনের ডিসি মোল্লা জাহাঙ্গির হোসেনের নির্দেশে ও ওসি মোঃ হাফিজুর রহমানের তদারকিতে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িগেট এলাকা থেকে ১ জনকে আটক করে।
এর আগে বিভিন্ন সুত্র ধরে গোপালগজ্ঞ বাগেরহাট এলাকায় উক্ত চোরকে আটক করার জন্য অভিযান চালায় খানজাহান আলী থানা পুলিশ। চোরের কাছ থেকে কাটিং প্লাস, রেজ্ঞ, ২ টি চাবি সহ মটরসাইকেল চোরের বিভিন্ন সরজ্ঞামদি উদ্ধার করা হয়।
আটককৃত চোর সাতক্ষীরার শ্যামনগরের চিংিড়িখালি গ্রামের আবু বক্কার সিদ্দিক । খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন চোরাই মটর সাইকেল উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।