UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সপ্তাহব্যাপী প্রকল্প পরিচালক প্রশিক্ষণ

ঊষার আলো ডেস্ক
মে ১৪, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা অঞ্চলে নবীন প্রকল্প পরিচালক (পিডি) সৃষ্টির লক্ষ্যে ” জনসেবায় প্রকল্প ডিজাইন ও বাস্তবায়ন” বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ আজ (মঙ্গলবার) দুপুরে শেষ হয়েছে। খুলনা এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার প্রকল্পের উদ্যোগে খুলনা শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, জেলা পরিষদ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, পরিবেশ, সমাজসেবা, সমবায় অধিদপ্তর, বিআরডিবি, জুট মিলস কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন খুলনা এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের প্রকল্প পরিচালক (পিডি) আবু সায়েদ মোঃ মনজুর আলম (উপসচিব)। বিশেষ অতিথি ছিলেন খুলনা এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) এএসএম তারিকুল হাসান খান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার প্রকল্পের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মোঃ মমিনুর রহমান।

প্রশিক্ষণে প্রকল্প প্রস্তাবনা তৈরি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, প্রকল্প সংশোধন, প্রকল্প অনুমোদন প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়ন কৌশল, প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং প্রকল্প ব্যবস্থাপনা চক্র বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

এর আগে গত ৮ মে সকালে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।