UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগে কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ঊষার আলো
মে ১৩, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্কঃ  খুলনা বিভাগের মাগুরা, বাগেরহাট ও মেহেরপুর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে বৃহস্পতিবার (১৩ মে) নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে চার হাজার ছয়শত ৩২ টি পরিবার প্রতি পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১১ হাজার তিনশত ৯০ জন উপকারভোগীর মাঝে সাত কেজি চালসহ, ডাল, তেল অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাগেরহাট জেলার নয়টি উপজেলার ৭৫টি ইউনিয়নে ভিজিএফ কার্ডধারী দুই লাখ উপকারভোগী পরিবারের মাঝে এ পর্যন্ত নয় কোটি টাকার বেশি অর্থ বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে একশত ১৫টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ১২ হাজার তিনশত ৫৫ উপকারভোগী পরিবারের মাঝে ৫৫ লাখ ৫৭ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৯৮ হাজার উপকারভোগী পরিবারের মাঝে ৬৭ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

(ঊষার আলো -এস এস)