UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে নারায়ণের জুয়ার বোর্ডে র‌্যাবের অভিযানঃ ১৩ জুয়াড়ী আটক

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : অবশেষে নগরীর দৌলতপুরের আলোচিত বাপ-ছেলে নারায়ণ, সৌরভের জুয়ার বোর্ডে অভিযান চালিয়েছে স্পেশাল কোম্পনী, র‌্যাপ-৬। বুধবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এ সময় জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ীকে আটক করেন স্পেশাল কোম্পনীর পুলিশ পরিদর্শক মোঃ রমজান করেছেন।
দৌলতপুর বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ দৌলতপুরস্থ মুহসীন মোড় জিলানী ভান্ডার (কাঁচা বাজার) জনৈক শেখ মশিউর রহমানের মের্সাস ইব্রাহিম বাণিজ্য ভান্ডারের ঘরের মধ্যে নারায়ণ ও তার ছেলে সৌরভ বিভিন্ন মহলকে ম্যানেজ করে জুয়ার বোর্ডের এই রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সেখানে লাখ-লাখ টাকার জুয়া খেলা চলছিল। অভিযান হতে নগদ অর্থ, মোবাইল ফোন, তাসসহ কয়েকটি মালামাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে স্পেশাল কোম্পনী, র‌্যাব-৬ এর পুলিশ পরিদর্শক মোঃ রমজান বাদী হয়েছে আসামীদের দৌলতপুর থানায় হস্তান্তর পূর্বক মামলা দায়ের করেন। মামলা নং- ১৩।

(ঊষার আলো-এমএনএস)