UsharAlo logo
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠিকাদার ফারুক ও আউটসোর্সিং কর্মীদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন

koushikkln
অক্টোবর ৫, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও কন্ট্রাক ক্লিনিং সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নড়াই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেমায়েত হুসাইন ফারুক এবং আউটসোর্সিং কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার ( ৫ অক্টোবর) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারিবৃন্দ। মানববন্ধনে আউটসোর্সিং কর্মচারিবৃন্দরা বলেন, ‘‘তথাকথিত কিছু ভূয়া আউটসোর্সিং কর্মী যাদের কোন বৈধতা নেই তারা কিছু গুজব রটাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হুসাইন ফারুককে হেয় প্রতিপন্ন করে কোম্পানীর ভাবমূর্তি নষ্ট করার মাধ্যমে তারা নিজেদের স্বার্থ উদ্ধারের অপচেষ্টা চালাচ্ছে। আমরা আউটসোর্সিং কর্মীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।” এসময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংকর্মচারি আব্দুর রহিম, আসাদুজ্জামান শেখ টিটু, সাব্বির, আসমা, রকি, মোস্তফা শেখ, দীপ্ত, সোলাইমান, রাব্বি, মাহবুব, রাকিব, মলয়, মাহফুজ, শুভ, সুজন, মামুন, সুমন, রানা, আজিম, ফরহাদ, হাসিবুর, ইব্রাহিম, মোজাহিদ, জেসমিন, রহমত, আরিফ মোল্লা, সাদ্দাম, জয়নাল, মনসুর ও গোবিন্দসহ প্রায় ১০০ জন আউটসোর্সিং কর্মচারিবৃন্দ।

ঊআ/বিএস