UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে পোশাকশ্রমিকদের রাস্তা অবরোধ

ঊষার আলো
অক্টোবর ১৪, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বকেয়া বেতনের দাবিতে ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আটটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে বেতনের দাবিতে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেডের কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, ইউনিফর্ম টেক্সটাইলের প্রায় ১৩’শ শ্রমিকের দেড় মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ পালিয়েছে। গতকাল রোববার কারখানা বন্ধ করে মালামাল সরিয়ে নিয়েছে  অভিযোগ করেন শ্রমিকরা। বকেয়া বেতনসহ সব পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

পোশাকশ্রমিকরা বলেন, আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন না দিয়ে ঘুড়াচ্ছে। আমাদের বেতন-ভাতা পরিশোধ না করলে আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে দীর্ঘ যানজটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ঊষার আলো-এসএ