প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের পরিচালক আব্দুল আউয়াল এবং তার ছেলে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশারসহ পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে ১৩৪ কোটি টাকার ঋণ খেলাপির মামলা করেছে ব্যাংক এশিয়া।
আউয়ালসহ পরিবারের ওই পাঁচ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞারও আবেদন করা হয়েছে।রোববার (২০ অক্টোবর) ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ।
একটি সূত্রে জানা যায়, মামলায় আসামি করা হয়েছে প্রাইম শিপ রিসাইকেল লিমিটেডের চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল আওয়াল, তার ছেলে ও এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, স্ত্রী ফতেমা খতুন, আরেক পুত্র আসিফ মাহমুদ, কন্যা সাজিয়া আওয়ালকে।
এছাড়া এনএস স্টিল এন্টারপ্রাইজ ও প্রাইম ট্রেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে প্রাইম শিপ রিসাইকেলিং লিমিটেডের নামে ১৩৪ কোটি টাকা ঋণ খেলাপি করেছে।