UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলে পাড়ি জমালো চীন

usharalodesk
মে ১৭, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মঙ্গলগ্রহে সফলতার সাথে অবতরণ করেছে চীনের মহাকাশযান ঝুরং রোভার। গত শুক্রবার (১৪ মে) লাল গ্রহের বায়ুমণ্ডলের বাধা পেরিয়ে প্যারাস্যুটের সাহায্যে ইউটোপিয়া প্ল্যানিশিয়া লাভাভূমিতে নেমেছে সেটি।

আমেরিকার পারসিভারেন্স রোভারের পর এবার চীনের ঝুরং রোভার দ্বিতীয় প্রতিনিধি হিসেবে মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াবে। এই মিশনের নাম দেওয়া হয়েছে নিহাও মার্স।

এক ইতিহাস তৈরী করেছে চীন। একদম প্রথমবারেই মঙ্গলগ্রহে সফলভাবে প্রদক্ষিণ, অবতরণ ও রোভিং করাতে পেরেছে তারা। এর আগে মঙ্গলের কক্ষপথে শুধুমাত্র রাশিয়া ও আমেরিকা পৌঁছতে পেরেছিল। মহাকাশে নিজ কীর্তিস্থাপনে ক্রমেই বড় শক্তি হয়ে উঠেছে চীন। যার আগে রাশিয়া ও আমেরিকার একচ্ছত্র আধিপত্যে ছিল এখন তাতে ভাগ বসিয়েছে এশিয়ার দেশ চীন। মহাকাশে মানুষ পাঠানো থেকে চাঁদে যান পাঠানো ও এবার মঙ্গলে পাড়ি সকল বড় কৃতিত্বই এখন তাদের দখলে।

চাইনিজ উপকথার অগ্নিদেবতার নামে নামাঙ্কিত ঝুরং রোভারকে নিয়ে মঙ্গলের উদ্দেশে গত বছরের জুলাইয়ে রওনা দিয়েছিল তিয়ানওয়েন-১ মহাকাশ যান। ঝুরং এবার মঙ্গলের মাটিতে ঘুরে বেড়িয়ে তুলে ধরবে অনেক তার বিভিন্ন অজানা তথ্য।

(ঊষার আলো-এফএসপি)