UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এ কর্মসূচির কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে এ যৌথসভা করে বিএনপি। ঘণ্টাব্যাপী চলা এ সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে সকল ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ। তাই ৭ নভেম্বরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে বিএনপি।

ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করা যায়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, যৌক্তিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার।