UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় জামায়াতের অমুসলিম শাখার কমিটিতে যারা রয়েছেন

usharalodesk
নভেম্বর ১১, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ডুমুরিয়ায় ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। উপজেলা শাখার উদ্যোগে হিন্দু সমাবেশে ওই সম্প্রদায়ের লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন হিন্দু নেতা কৃষ্ণপদ নন্দী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ।

রোববার বিকালে উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

উপজেলা জামায়েতের আমির অধ্যক্ষ মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইমরান হুসাইন, সহ-সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্ম-পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সভাপতি মো. বেলাল হুসাইন রিয়াদ, জামায়েত নেতা মো. গাজী সাইফুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মো. মোসলেম উদ্দীন, স্বদেশ হালদার, সঞ্জিত রায় প্রমুখ। সভা পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান ও বিএম আলমগীর হোসেন।

১১ সদস্য বিশিষ্ট কমিটিতে ডা. হরিদাস মণ্ডল, প্রশান্ত মণ্ডল ও কানাইলাম কর্মকারকে সহ-সভাপতি, বুদ্ধদেব মণ্ডলকে সহ-সেক্রেটারি, গৌতম মণ্ডলকে অর্থ সম্পাদক, অনুপম সরকার, পুলকেশ মণ্ডল, বিপ্লব সরকার ও বিপ্লব সরকারকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত কমিটি আগামী ডিসেম্বর মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

ঊষার আলো-এসএ