UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ফেনীর বাড়িতে গেলেন মির্জা ফখরুল

usharalodesk
নভেম্বর ২০, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  দীর্ঘ ১৩ বছর পর ফেনীর ফুলগাজীতে শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন।

তিনি বলেন, ফেনীর মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারো কাছে মাথানত করেননি। তিনি এখনও মাথা উঁচু করে দাঁড়িযে আছেন।  তিনি আওয়ামী লীগ সরকারের দেওয়া মিথ্যা মামলায় ছয়বছর জেল খেটেছেন। তাকে একটি স্যাঁতস্যাঁতে ঘরে রাখে, যেখানে ইঁদুর চলাচল করত। তাকে দেওয়া পুরোনো খাবার খাইয়ে অসুস্থ হয়ে পড়েন।

এসময় তিনি আরও বলেন, ১৫ বছরের পুরোনো জঞ্জাল সাফ করা এতো সহজ নয়। তাই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তা দ্রুত বাস্তবায়ন করলে ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনি সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ এতে জাতীয় ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

ঊষার আলো-এসএ