খুলনা বিভাগে ৮ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯২ জন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নড়াইলে একজন করে ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে। এর মধ্যে মো: আবু জাফর (৭০) নামে একজন ডেঙ্গু রোগী খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ছাড়াল ৯ হাজার ২২৩ জন এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তরের সূত্র মতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে খুলনা বিভাগের ৮ জেলায় ও দু্িট সরকারি হাসপাতালে মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯২ জন। এ সময়ে খুমেক হাসপাতাল ও নড়াইলে একজন করে ডেঙ্গুর রোগীর মৃত্যু হয়। একদিনে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩০ জন। এছাড়া সাতক্ষীরায় ১ জন, যশোরে ১২ জন, ঝিনাইদহে ১২ জন, মাগুরায় ৬ জন, নড়াইলে ৬ জন, কুষ্টিয়ায় ৯ জন এবং মেহেরপুরে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বিভাগের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলা ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯ হাজার ২২৩ জন। এ সময়ে ৫ জেলায় ও দুটি সরকারি হাসপাতালে মিলে মোট ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ৩০ জনের। মারা যাওয়ার মধ্যে খুলনায় ৬ জন, যশোরে ৫ জন, ঝিনাইদহে ১ জন, নড়াইলে ১ জন, কুষ্টিয়ায় ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত খুলনায় ২ হাজার ৮৩৮ জন, বাগেরহাটে ১০৪ জন, সাতক্ষীরায় ২২৬ জন, যশোরে ১ হাজার ২৩৮ জন, ঝিনাইদহে ৬২২ জন, মাগুরায় ২৮৭ জন, নড়াইলে ৬৫৮ জন, কুষ্টিয়ায় ১ হাজার ৪৪ জন, চুয়াডাঙ্গায় ২০২ জন ও মেহেরপুরে ৬২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৭২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২০৯ জন এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাক্তার সুহাষ রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনকে ভর্তি করা হয়। এ সময়ে আবু জাফর নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২ হাজার ২৪ জন। এর মধ্যে মৃত্যু হয় ১৪ জনের।
ঊ/আ-এইচআর