UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে কুয়েটের ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৫ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন, মানবিক ও ব্যবসায় বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো: ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়া রোমান। গত সোমবার (৯ ডিসেম্বর) শিক্ষকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলে কুয়েক জনসংযোগ বিভাগের দায়িত্বরত অফিসার জানান।

সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়ার বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দায়িত্বরত সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ জানান, তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ তদন্ত হয়েছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। পরবর্তী বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। সোমবার শিক্ষকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

ঊষার আলো এইচআর