খুলনা থানাধীন মিয়া পাড়া এলাকায় মো: আকাশ নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা ৷ আজ শুক্রবার ১৩ ডিসেম্বর রাত ৯ টায় নগীরর মিয়া পাড়া বন্ধন মোড় এলাকায় ৩০- ৩৫ মটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময তার পিঠের বাম সাইডে গুলিবৃদ্ধ হয়।সে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে নিয়ে আসে।
গুলিবৃদ্ধ আকাশ পুর্ববানিয়া খামার
চৌধুরী গলির এলাকার বাসিন্দা মৃতঃ- হাফিজুর রহমান এর পুত্র। এ রিপোর্ট লেখা পয্ন্ত সে সিটি মেডিকেল কলেজে ভর্তি ছিলো ৷
ঊ/আ-এইচআর