UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এমইউজে খুলনার সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদের ইন্তেকাল

উষার আলো ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন(এমইউজে) খুলনা এবং খুলনা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য, দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার, সদালাপী ও মিষ্টভাষী সাংবাদিক হারুন অর রশীদ (৫৫) আর নেই। তিনি আজ শনিবার(২১ ডিসেম্বর) বেলা আড়াইটায় খুলনার আদদ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছেন।

শনিবার বিকেলে সাংবাদিক হারুন অর রশীদের মৃতদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে নেওয়া হয়। সেখানে রাত দশটায় পশ্চিম বিশারীঘাটা নিজ বাড়ি সংলগ্ন কাঠের পোলস্থ মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে গত সোমবার আইসিইউতে ভর্তি করা হয়। পরে আদদ্বীন হাসপাতালে নেওয়ার পর তিন দিনের মাথায় তার মৃত্যু হয়।

পরিবারের সূত্র জানায়, হারুন অর রশিদ ১৯৬৯ সালের ২ মার্চ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আবু সাঈদ হাওলাদার ও মাতা মৃত সুফিয়া বেগম। তাদের তিন ছেলের মধ্যে হারুন দ্বিতীয়। তার মেয়ে হুমায়রা বিনতে হারুন সরকারি পাইওনিয়ার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছেলে সানি সাদমান অয়ন শিশু শ্রেণিতে পড়ে। তার স্ত্রী সেলিমা রশিদ সালমা প্যারালাইজড আক্রান্ত হয়ে গত তিন বছর ধরেই শয্যাশায়ী। তিনি খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বেলফুলিয়ার রাজাপুরের ভাড়া বাড়িতে বসবাস করতেন।

শোক বিবৃতি ঃ এদিকে এমইউজে ও প্রেসক্লাবের সদস্য হারুন অর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন।

অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. এড. মোঃ জাকির হোসেন, আলহাজ্ব আবু তৈয়ব ও মোঃ রাশিদুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে, মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. এসএম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব আবু হোসেন বাবু, খুলনা মহানগর জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারী এড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান।

ঊ/আ-এইচআর