UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুবিতে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে আকস্মিকভাবে নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শনে যান তিনি। আইইআর ভবন পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে তিনি ভবনের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।

এ সময় উপাচার্য প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অবকাঠামোগুলোর কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নির্মাণকাজে নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগতমান নিশ্চিত করা ও তদারকি বাড়ানোর নির্দেশ দেন। এরপর উপাচার্য জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে ঠিকাদারদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। পরে তিনি নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী মানসম্পন্ন কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোক্তার হোসেন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্ড সন্স লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার বশির আহমেদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই) এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊ/আ-এইচআর