UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ই-জিপি সিস্টেমের সঙ্গে ডিভিএসের সংযোগ স্থাপন

usharalodesk
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রবর্তিত ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের সঙ্গে ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ উদ্ভাবিত ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের (ডিভিএস) আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।

এর ফলে ঠিকাদার ও ক্রয়কারী উভয় পক্ষেরই সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আইসিএবি মিলনায়তনে এ দুটি ডিজিটাল সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

একই অনুষ্ঠানে রেজষ্ট্রিার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মসের নাম অনুমোদন পোর্টালের সঙ্গেও ডিভিএস-এর আন্তঃসংযোগ স্থাপন উদ্বোধন করা হয়। সোমবার বিপিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিপিপিএর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শোহেলের রহমান চৌধুরী।

বিপিপিএর বর্তমান প্রাধান নির্বাহী কর্মকর্তা মির্জা আশফাকুর রহমান, রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির রেজিষ্ট্রার মো. মিজানুর রহমান, আইসিএবির প্রেসিডেন্ট ফোরকান উদ্দিন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুভাশীষ বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইসিএবির সিনিয়র উপ-পরিচালক ও আইটি প্রধান দেলোয়ার হোসেন সিস্টেম আন্তঃসংযোগের বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি জানান, দরদাতাদেরকে দরপত্র দাখিলের সময় তাদের প্রতিষ্ঠানের অডিট করা আর্থিক বিবরণীও জমা দিতে হয়। সেক্ষেত্রে নানা ব্যত্যয়, অনিয়ম ও অসুবিধার অভিযোগ রয়েছে। ক্রয়কারী প্রতিষ্ঠান এসব ডকুমেন্ট এতদিন ম্যানুয়ালি যাচাই করত। আন্তঃসংযোগ স্থাপনের ফলে এখন এসব ডকুমেন্ট অনলাইন সিস্টেমে অফিসে বসেই যাচাই করা সম্ভব হবে। ডিভিএসের সত্যয়ন করা (সার্টিফাইড) আর্থিক বিবরণীতে কিউআর কোড যুক্ত থাকবে।

তিনি আরও বলেন, ক্রয়কারী যখন এই কিউআর কোডকৃত আর্থিক বিবরণী পাবেন, তখন ই-জিপি সিস্টেমের মাধ্যমে ডিভিএস থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা সঠিক কিনা যাচাই করতে পারবেন। ফলে কোনো জাল সনদ দাখিলের আর সুযোগ থাকবে না।

ঊষার আলো-এসএ