UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য কার্যক্রম হাতে নিয়েছি : নির্বাচন কমিশনার

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২ মার্চ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা বের হয়ে যাবে। এই কার্যক্রমের পাশাপাশি প্যারালাল হালনাগাদ ও এবং যাচাইকরণ কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এর আগে খসড়া ভোটার তালিকা ২ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। সেটার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খুলনায় একটা ওয়ার্কশপ আছে। ভোটার তালিকা সংক্রান্ত চ্যালেঞ্জিং ও চ্যালেঞ্জ মোকাবেলা উপায় নিয়ে এই হালনাগাদ ও যাচাইকরণ কার্যক্রম হাতে রেখেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। আগামী ২০ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে আমরা যেসব ভোটার তালিকা নিয়ে সন্দেহ আছে, সেগুলো দুর করার জন্য। গতকাল বুধবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিকেল ৫টার দিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব:) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের জুনের মাঝে নির্বাচনকে ধরে নিয়ে এক ধরনের প্রস্তুতি নিচ্ছি। তবে তার পরেও যদি রাজনৈতিক মতঐক্য যেখানে যেটা আছে আমরা সেই অনুযায়ী ইলেকশন করবো। ইলেকশনের ডেটটা এই মুর্হুতে কমিশনারের হাতে নেই। যে এটা একটি পরিবর্তিত পরিস্থিতি। এখানে একটা পলিটিক্যাল ব্যাপার আছে। তার পরে সেভাবে আমরা কাজ করবো।

এর আগে দুপুর আড়াই টার দিকে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব:)। সভায় সভাপত্বি করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবলায় অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো: হুমায়ুন কবির। মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার ইউএনও ও রিটার্নিং কর্মর্কতারা উপস্থিত ছিলেন।