UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় তার সকল দরজা বন্ধ করে দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় সকল সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। দেশের মানুষ নতুন করে আর কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখতে চায় না। মানুষ নিজেদের অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচতে চায়। ভোট ও ভাতের অধিকারের নিশ্চয়তা চায়। নিরাপত্তা ও ইজ্জত আব্রু নিয়ে থাকতে চায়। শঙ্কামুক্ত জীবন চায়। দুঃখজনক বাস্তবতা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদ তাড়িয়েছি ঠিক। কিন্তু আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় যাওয়ার পূর্বেই দখল ও চাঁদাবাজিতে যেভাবে ওঠেপড়ে লেগেছে, তাতে সাধারণ মানুষ আবার শঙ্কিত হয়ে পড়েছে।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীলদেরকে যোগ্য, দক্ষ ও কোরবানির নজরানা পেশের মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

আজ বুধবার (১৫ জানুয়ারী) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত খালিশপুর গোয়ালখালী মাদ্রাসা মিলনায়তনে নগর শুরা অধিবেশন ‘২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ শোয়াইব হোসেন।

শুরা অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, আবু মোহাম্মদ বেলাল, মোঃ শোয়াব হোসেন, হাকিম জমাদ্দার, এস এম ফরহাদ হোসেন, মাওঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আবুল কাশেম, আমজাদ হোসেন, সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, অ্যাডভোকেট কামাল হোসেন, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ মঈনুদ্দিন ভূঁইয়া, মুফতি আমানুল্লাহ, জিএম কিবরিয়া, মোঃ কবির হোসেন হাওলাদার, আব্দুস সালাম, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, এইচ এম আবুল কালাম আজাদ, ক্বারী মোঃ জামাল, মোহাম্মদ সাইফুর রহমান, মারুফ রহমান, মোহাম্মদ বাদশা খাঁন, মোঃ তরিকুল ইসলাম কাবির, আলফাত হোসেন লিটন, কাজী তোফায়েল, ইসলামী শ্রমিক আন্দোলনের এইচ এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হুসাইন মিয়া, আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের মাহদী হাসান মুন্না, বনি আমিন, হাসিবুর রহমান শাকিল প্রমুখ নেতৃবৃন্দ।