UsharAlo logo
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক মাসুদ খান পলাশের বাবার ইন্তেকাল

ঊষার আলাে ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য মাসুদ খান পলাশের বাবা আনোয়ার আলী খান (৮৩) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বটিয়াঘাটার দারোগার ভিটায় নিজ বাড়িতে বার্ধক্যজণিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জলমা নবীনগর দারোগার ভিটা মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা ও দাফনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন শরীক হন।

এদিকে আনোয়ার আলীর ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমানসহ খুলনাঞ্চল পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।