UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাজুলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি আকরামুজ্জামান দুলাল দাড়ীয়ার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক ডাঃ কে এম বাবর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, সাবেক জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। যুবদল-ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।