দীর্ঘদিন ধরে সার্চ ইঞ্জিন বাজারে শীর্ষে থাকা গুগল সার্চের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। ওয়েব ট্রাফিক বিশ্লেষক স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, গুগল সার্চের বৈশ্বিক বাজার দখলের পরিমাণ ২০২৪ সালের শেষে ৯০ শতাংশের নিচে নেমে এসেছে। ২০১৫ সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল।
গত বছরের ডিসেম্বরে গুগলের বাজার দখল ছিল ৮৯.৭৩ শতাংশ, যা অক্টোবরে ছিল ৮৯.৩৪ শতাংশ। অন্যদিকে, মাইক্রোসফটের বিং, ইয়াহু এবং ইয়ানডেক্সের মতো প্রতিযোগীরা সামান্য হলেও বাজার শেয়ার বাড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সার্চ ইঞ্জিন প্রযুক্তিতে জেনারেটিভ এআইয়ের ব্যবহার বেড়ে যাওয়ায় গুগল এ চাপের মুখে পড়েছে। চ্যাটজিপিটি ও পারপ্লেক্সিটির মতো এআইভিত্তিক নতুন প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এ অবস্থায় গুগল নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন পরিকল্পনা নিয়েছে।
অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই সম্প্র্রতি জানিয়েছেন, ২০২৫ সালের শুরুর দিকেই গুগল সার্চে বড় ধরনের পরিবর্তন আসবে। নতুন তথ্য অনুসন্ধান পদ্ধতি এবং আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের চমকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। গুগল সার্চের জনপ্রিয়তা কমলেও প্রতিষ্ঠানটি এখনো বাজারে শীর্ষে রয়েছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে তারা ভবিষ্যতে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
ঊষার আলো-এসএ