UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অস্ত্র মামলায় এক আসামীর জেল-জরিমানা

usharalodesk
মার্চ ১০, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ডুমুরিয়া থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১০ মার্চ) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দ-প্রাপ্ত হচ্ছে, ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামস্থ মোঃ মোজাহার সরদারের ছেলে জালাল উদ্দিন। মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দপুরে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী বাজার সংলগ্ন রায়হান শেখের বাড়ির পাশে অভিযান পরিচালনা করেন র‌্যাব কর্মকর্তারা।  এসময় আসামী জালালকে দেশী তৈরী একটি পিস্তল সহ গ্রেফতার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়, যার নং ১৪। ওই বছরের ৩০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার এস আই আইয়ুব হোসেন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক বুধবার এরায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. এনামুল হক।

(ঊষার আলো-আরএম)