UsharAlo logo
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানগর ও জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন : বিএনপির অভিনন্দন

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা ও মহানগর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই আংশিক কমিটি অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খুলনা মহানগর যুবদলের আবদুল আজিজ সুমনকে আহ্বায়ক ও রবিউল ইসলাম রুবেলকে সদস্য সচিব করা হয়েছে। অপরদিকে খুলনা জেলা যুবদলের ইবাদুল হক রুবায়েদকে আহ্বায়ক ও নাহিদুজ্জামান জনিকে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্বে খুলনা বিএনপি আরও সু-সংগঠিত ও শক্তিশালী হবে। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিবৃতিতে নেতৃবৃন্দ মহানগর ও জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবদের দীর্ঘায়ু কামনা করেছেন।