UsharAlo logo
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইশরাক গ্রেপ্তার

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইশরাক (৪৭) কে গ্রেপ্তার করেছে লবনচরা থানা পুলিশ। আজ শনিবার তাকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন লবনচরা থানার ওসি মো: তৌহিদুজ্জামান।
কেএমপি’র এডিসি ( মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গ্রেপ্তারকৃত ইশরাক নগরীর পশ্চিম টুটপাড়া খালপাড় এলাকাব বাসিন্দা গোলাম মোস্তফার পুত্র। তবে কি মামলায় তাকে গ্রেপ্তার দেখানে হয়েছে তা এই মুহুর্তে জানা নেই।
জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের দুর্ধষ ক্যাডার ছিলো এই ইশরাক। সে ২৮ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ৬ টা জুয়ার বোর্ড চালাতো। এর মাধ্যমে সে প্রচুর অর্থ বিত্তের মালিক হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ইশরাক বিএনপি নেতাকর্মীদের ওপর নিপিড়ন ও পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় তার ক্যাডার বাহিনী নিয়ে আওয়ামী লীগের সব কর্মসূচীতে অংশ নিয়েছে। সে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের দলদারি করতো এবং তার ক্যাডার ছিল। একই সাথে অ্যাডভোকেট সাইফুলের সাথেও ভালো সম্পর্ক রাখতো।