UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় পৃথক অভিযানে মাদকসহ আটক ২

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় কেএমপির পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, মাদক ব্যবসায়ী মো: মাসুদ রানা (৩০) এবং অহিদুল ইসলাম (৩৫)। এদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
কেএমপির সুত্রে জানা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ১৫ ফেব্রুয়ারি সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ জিরোপয়েন্ট মোড় থেকে মোঃ মাসুদ রানা কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়৷ সে সাতক্ষীরা জেলা নলকুড়া গ্রামের বাসিন্দা মৃত আলমগীর হোসেনের পুত্র। অপরদিকে আজ রোববার (১৬ ফেব্রুয়ারী) হরিণটানা থানা পুলিশ আজ সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ হোগলাডাঙ্গা এলাকা থেকে অহিদুলকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। সে বরিশাল জেলার গৌরনদী থানাধীন গৌরনদি এলাকার বাসিন্দা মৃত: এস্কেন্দার সরদার এর পুত্র। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঊআ-বিএস