UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, শান্ত বাংলাদেশকে অশান্ত করার ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে, আমরা চাই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করে এবং অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করতে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন কাশিপুর তরফদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ওয়ার্ড আমীর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আউয়াল, মুনসুরুল আলম চৌধুরী। এ সময় থানা অফিস সেক্রেটারি কাজী বায়েজিদ, যুব সেক্রেটারি মান্জারুল ইসলাম, ১০নং ওয়ার্ড আমীর গাজী দেলোয়ার হোসেন, ১২নং ওয়ার্ড আমীর মাওলানা আরিফ বিল্লাহ, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা আসাদুজ্জামান, ৭নং ওয়ার্ডের কর্মপরিষদ সদস্য যথাক্রমে আতিয়ার রহমান, ডা. মনিরুজ্জামান, আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে তোলেন খুলনার ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, আসন্ন নির্বাচনগুলোতে জনগন তাদের মূল্যবান মতামত দেওয়ার সুযোগ পাবেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে দেশের যথাযথ উন্নয়ন, অগ্রগতির জন্য প্রয়োজন হবে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্বের। তিনি বলেন, কাশিপুর খুলনার একটি গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু সেই অর্থে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানে কোন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই, পয়: নিষ্কাশনের সমস্যা সহ, মিল বন্ধ থাকায় বেকারত্ব বেড়েছে, শ্রমিকদের বকেয়া বেতন পাচ্ছে না ইত্যাদি। তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেন তাহলে এ সব সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের দোয়া ও সমর্থন চাই।

ঊআ-বিএস